নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।শনিবার (৩ এপ্রিল) দুপুরে মেঘনা নদীর তমরদ্দি ও কাটাখালী এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন ১৬ জনেরে প্রত্যেককে চার হাজার টাকা করে ৬৪ হাজার টাকা জরিমানা করেন। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই তমরদ্দি ইউনিয়নের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ১০টি বেহুন্দি জাল জব্দ করে আগুনে ধ্বংস করা হয়েছে।’
আরএইচ/জিকেএস