আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৩ এপ্রিল ২০২১

বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেকজন। পুলিশের গুলিতে মারা গেছে সন্দেহভাজন হামলাকারী। স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এ ঘটনা ঘটে। এর আগে গত ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে ব্যাপক হামলা চালিয়েছিল।

ইতালির সব অঞ্চল রেড জোনে, কঠোর লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে ইতালিতে ফের সংক্রমণ বেড়েছে। দেশটির সব অঞ্চলই এখন ‘রেড জোন’। করোনায় ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম সারিতে থাকা দেশটির প্রশাসন সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলছে।

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা : নির্মাণ প্রকৌশলীর গ্রেফতার দাবি

তাইওয়ানের হুয়ালিয়েন শহরে টানেলের মধ্যে ট্রেন দুর্ঘটনায় এক নির্মাণ প্রকৌশলীর গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রসিকিউটররা। নির্মাণ কাজে ব্যহৃত লরির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। শুক্রবার (২ এপ্রিল) তাইওয়ানে গত ৪০ বছরের মধ্যে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনায় ইতোমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

ওয়াশিংটনে ২৬ মার্চ ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও বাংলাদেশিদের জন্য আরও একটি গর্বের সংবাদ! যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার।

ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ৭ জনের মৃত্যু

ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধায় যে ৩০ জন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। দেশটির চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে। রক্ত জমাট বাঁধার অভিযোগে এর আগে ইউরোপের বেশ কিছু দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিত করেছিল। এখন ব্রিটেনেও ভ্যাকসিন নিয়ে একইরকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

রাশিয়ার ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনায় আক্রান্ত হয়েছেন। তার হালকা জ্বর থাকলেও তিনি ভালো অনুভবন করছেন বলে জানিয়েছেন। শনিবার এক টুইট বার্তায় করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই জানিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে।’

মালিতে হামলায় শান্তিরক্ষী বাহিনীর ৪ সদস্য নিহত

মালিতে হামলার ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (মিনুসমা) চার সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন সদস্য। সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মালির আগুয়েলহোক শহরের উত্তরাঞ্চলীয় একটি ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

করোনার মধ্যেই কানাডায় বাজেট ঘোষণা ১৯ এপ্রিল

দুই বছরেরও বেশি সময় পর বাজেট আনতে যাচ্ছে ফেডারেল সরকার। আগামী ১৯ এপ্রিল ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ বাজেট পেশ করবেন। হাউজ অব কমন্সে প্রশ্নোত্তর পর্বে প্রথা মেনে বাজেট ঘোষণার সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেন তিনি। গত বছর ২০ মার্চ বাজেট ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেন সাবেক অর্থমন্ত্রী বিল মরনো।

শঙ্কার মধ্যেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চালিয়ে যাবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ চালিয়ে যাবে বলে শনিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধার একটি ঘটনা ঘটায় এই ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ৪৪ বছর বয়সী একজন নারী অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে কয়েকদিন পরে রক্ত জমাট বাঁধার সমস্যায় ভুগে মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনার চতুর্থ ঢেউয়ের কবলে ইরান

করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউয়ের কবলে পড়েছে ইরান। গত মাসে ইরানী নববর্ষ ‘নওরোজ’ এর ছুটিতে লাখ লাখ মানুষ ভ্রমণ করার পর নতুন করে সংক্রমণ বেড়ে গেছে দেশটিতে। ইরানের ৩২টি প্রদেশের মধ্যে দুটি প্রদেশে সংক্রমণের চতুর্থ ঢেউ চলছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হল তেহরানের কাছাকাছি আলবোর্জ ও পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশ। এছাড়া রাজধানী তেহরানসহ ৭টি প্রদেশেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

এমকে/এমকেএইচ