আবারো একসাথে নির্মাতা ইফতেখার চৌধুরী ও চিত্রনায়িকা ববি। এই নির্মাতা-নায়িকা জুটি উপহার দিয়েছেন বেশ কয়টি সফল চলচ্চিত্র। এবার তারা একসাথে হলেন ‘নীলিমা’ নামের ছবির জন্য। শিগগিরই ছবিটির শুটিং হচ্ছে ইউরোপের দেশ মালটায়। জানা গেছে, ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন সাঞ্জু। ববি এবং সাঞ্জু বর্তমানে মালটায় অবস্থান করছেন। ছবিটি প্রসঙ্গে ববি জাগো নিউজে ফেসবুকে জানান, ‘নীলিমা ছবির গল্পটা অনেক সুন্দর। গল্পের সাথে দর্শক যাতে মিল খুঁজে পায় সেজন্য সুদূর ইউরোপের মালটায় ছবিটির কাজ হচ্ছে। টানা ২২ দিন এখানে নীলিমার শুটিং হবে। আশা করছি এ ছবিটা বেশ ভালো লাগবে সবার।’এদিকে ববি বর্তমানে একই পরিচালকের ‘মালটা’ নামক ছবিতেও কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে আছেন এবিএম সুমন।এনই/এলএ