দেশজুড়ে

বরগুনায় টমটম উল্টে প্রাণ হারাল চালক

বরগুনার আমতলীতে টমটম উল্টে বাদল হাওলাদার (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। রোববার (৪ মার্চ) দুপুরে উপজেলার এলাকার নাচনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল আমতলী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এলাকার বাবুল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, আমতলী কাঠপট্টি থেকে বাদল হাওলাদার তার কাঠবোঝাই টমটমে নাচনাপাড়ার দিকে যাচ্ছিলেন। কাছাকাছি স্থানে পৌঁছালে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, মরদেহ আমতলী হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এসএমএম/জেআইএম