দেশজুড়ে

মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করায় ৭ বাস জব্দ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন ঘোষণা হলেও হবিগঞ্জে যাত্রী নিয়ে ছেড়েছে বাস। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে নানা অযুহাতে মহাসড়কে চলাচল করছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি না মেনে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী।

এদিকে লকডাউন চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সাতটি বাস জব্দ করেছে পুলিশ। পরে যাচাই-বাছাই করে দেখা যায় সবগুলো বাসই রোববার (৪ এপ্রিল) দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা। যানজটের কারণে গাড়িগুলো সময় মত গন্তব্যে পৌঁছাতে পারে নাই। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সেগুলো ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশের হাতে জব্দকত লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার জিল্লুর রহমান বলেন, ‘রোববার (৪ এপ্রিল) বিকেল ৪টায় কক্সবাজার থেকে ছেড়ে আসে বাসটি। সকাল ৫ টায় সিলেটে পৌঁছানোর কথা থাকলেও যানযটে পড়ার কারণে দেরি হয়েছে।’

মামুন পরিবহনের সুপার ভাইজার কামাল মিয়াকে অতিরিক্ত যাত্রীর বহনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, ‘সবাইতো ঘরে ফিরতে চায়। কাউকে ফেলে আসাটা অমানবিক।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করায় গাড়িগুলো জব্দ করেছিলাম। পরে সেগুলো ছেড়ে দেয়া হয়েছে।’

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/এএসএম