দেশজুড়ে

পটুয়াখালীতে ইউএনওর ওপর হামলা

কুয়াকাটায় করোনাকালীন চলমান লকডাউন নিয়ে জনসচেতনতামূলক প্রচারণাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে তোপের মুখে পড়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহীদুল হক। সোমবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ইউএনও গাড়িসহ অবরুদ্ধ ও হামলার শিকার হন।

এ ঘটনায় ট্যুরিস্ট ও মহিপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশি সহায়তায় অবরুদ্ধ ইউএনও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অফিসে আশ্রয় নিতে বাধ্য হন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহীদুল হক জানান, করোনাকালীন চলমান লকডাউন নিয়ে জনসচেতনতামূলক প্রচারণার সময় দুই জুয়াড়িকে আটক করে ট্যুরিস্ট পুলিশের টহল দল। এ নিয়ে তাদের সঙ্গীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে লাঠিচার্জ করে ট্যুরিস্ট পুলিশ। পরে ইলিয়াস শেখ ও বাচ্চু শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায়।

এফএ/জিকেএস