নওগাঁর ধামইরহাটে মাদক সেবনে বাধা দেয়ায় মোস্তফা রহমানকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব তাহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা রহমান ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। অন্যদিকে রাজু হোসেন (২০) একই গ্রামের এনামুল হোসেনের ছেলে। ঘটনার পর স্থানীয়রা রাজুকে আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীয়রা জানায়, রাজুকে মাদক সেবনে বাধা দিয়ে বিষয়টি তার বাবাকে জানান প্রতিবেশী চাচা মোস্তফা রহমান। এতে ক্ষিপ্ত হন রাজু। শুক্রবার সকালে রামপুরা বাজার থেকে মোস্তফা বাড়ি ফেরার পথে একা পেয়ে রাজু ধারালে হাসুয়া দিয়ে মাথায় কোপ দেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর রাজু পালানোর চেষ্টা করলে পাশের জেলা জয়পুরহাটের পলাশতলী বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, ‘পুলিশ তাকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
আব্বাস আলী/আরএইচ/এএসএম