দেশজুড়ে

মহাদেবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শ্রাবন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের আত্রাই নদীর ভোলা বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রাবন উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের কাঞ্চন চন্দ্রের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির কাছে আত্রাই নদীতে দুপুরে ১২টার দিকে শ্রাবনকে সঙ্গে নিয়ে তার মা ইতি রাণী গোসল করতে যান। গোসল করার সময় এক পর্যায়ে শ্রাবন পানিতে তলিয়ে যায়।

শ্রাবনকে না পেয়ে তার মা চিৎকার শুরু করে। এলাকাবাসীরা এসে নদীতে অনেক খোঁজাখুঁজি শুরু করে। পরে নদীতে জাল টেনে প্রায় ১ ঘণ্টা পর শ্রাবনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আব্বাস আলী/এমআরএম/এএসএম