দেশজুড়ে

আ.লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার : তদন্তে কমিটি

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে হাসান আলী (৪৩) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাহাত গাওহারী, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার আবুল খায়ের ও পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ।

রোববার (১১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘কমিটি আগামী সাত কার্যদিবসে ঘটনাটি সরেজমিনে তদন্ত করবে। এরপর প্রতিবেদন জমা দেবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে আটক মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এ ঘটনায় মামলা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্য যারাই জড়িত থাকুক না কেন তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লাইচ মো. ইলিয়াছ জিকু, পুলিশ পরিদর্শক (ডিআইওয়ান) মো. আব্দুল লতিফ প্রমুখ।

উল্লেখ্য, শনিবার দুপুরে শহরের খানকা শরীফ এলাকায় জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক মাসুদ রানাকে (৪৫) আটক করা হয়েছে।

জাহিদ খন্দকার/এসজে/এমকেএইচ