রাত থেকে সিরাজগঞ্জের ১৮ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। তবে সোমবার দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়। তবে হাটিকুমরুল এলাকা থেকে বগুড়া মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ‘চান্দাইকোনা এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে যানে খুব ধীরগতি আছে। তবে পুলিশ ট্রাক দুটি সরিয়ে দিয়ে যানজট নিরসন করেছে।’
সিরাজগঞ্জের কড্ডা এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. আব্দুল গণি বলেন, ‘বাস বন্ধ থাকার কথা থাকলেও রাতে কিছু বাস উভয় দিকেই যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় সেতু থেকে ঢাকাগামী বাসগুলোকে ফিরিয়ে দিলেও মহাসড়কে দুই স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় সিরাজগঞ্জের প্রায় ১৮ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এখন এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
উল্লেখ্য, লকডাউনে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার কিছু বাস ঢাকাগামী হওয়ার চেষ্টা করলেও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী প্রচুর গণপরিবহন রাতে এসেছে। এছাড়াও উভয় লেনে প্রচুর সংখ্যক পণ্যবাহী যানবাহনের চাপ ছিল। এর মধ্যে ঘণ্টা খানেক ব্যবধানে পাঁচলিয়া ও নলকা সেতুর ওপর দুটি গাড়ি বিকল হয়ে পড়ায় গভীররাতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/জিকেএস