জাতীয়

রাউজানে মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা, কাউন্সিলরের গুলিতে আহত ১

মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় কাউন্সিলরের গুলিতে একজন আহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহাবুদ্দিন খান (৪৯) রাউজানের পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মুজিবুল হকের ছেলে বলে জানা গেছে।

আহতের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, ‘কয়েকদিন আগে থেকে পশ্চিম গহিরার আবুদ্দার বাড়ির শেখ ইব্রাহিম জামে মসজিদের কমিটি গঠন নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। আজকে এ বিষয়ে বেশি বাড়াবাড়ি হয়েছে। কিন্তু কমিটির সঙ্গে সম্পৃক্ত না থেকেও পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কাউন্সিলর আলমগীর এসে আমার ভাইকে গুলি করেন।’

তিনি বলেন, ‘ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।’

হাসপাতালে নেয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে রাউজান এলাকা থেকে গুলিবিদ্ধ গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে একটি ওয়ার্ডে ভর্তি করে দেন।’

এ বিষয়ে বিস্তারিত জানতে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মিজানুর রহমান/ইএ/এমকেএইচ