চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে শহরের ওয়ারলেস মোড় থেকে বাবুরহাট বাজার পর্যন্ত সড়কে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অমিত চক্রবর্তী।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল্লাহ ভূঁইয়া বলেন, ‘অনেক আগ থেকে সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধ দখলদার মুক্ত করতে অভিযান পরিচালনার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ছিল উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য নির্ধারিত সময়ের শেষ দিন। তাই শেষ দিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি আমরা। শহরের ওয়ারলেস মোড় থেকে বাবুর হাট পর্যন্ত প্রায় ২০০ ব্যবসা-প্রতিষ্ঠান উচ্ছেদ করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘অভিযান পরিচালনার আগে আমরা অবৈধ দখল ছেড়ে দেয়ার জন্য নোটিশ এবং মাইকিং করে অবহিত করেছি। দখলদাররা ছেড়ে না দেয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।’
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমকেএইচ