দেশজুড়ে

ক্ষতিগ্রস্ত ফসলের মাঠে এমপি মমিন মণ্ডল

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডল। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আটারদাগ, দৌলতপুর ও ধুকুরিয়া বেড়া এলাকায় ফসলের মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন তিনি।

পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার ৫০০ হেক্টর ধানের জমির মালিকদের নাম তালিকা করে সরকারি সহায়তা দেবার আশ্বাস দেন। এছাড়া কৃষি অধিদফতর থেকে অন্যান্য সরকারি সব ধরনের সুবিধা প্রদানে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিশ্রুতি দেন এমপি আবদুল মমিন মণ্ডল।

এসময় বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন, এনায়েতপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ ও খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডল বলেন, প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি আগামীতে সরকারিভাবে কৃষকদের যে সহায়তা দেয়া হয় তার মধ্যে ক্ষতিগ্রস্তদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।

প্রসঙ্গত, গত রোববার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে বেলকুচি ও এনায়েতপুর উপজেলার অন্তত ৮ এলাকায় ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমকেএইচ