পটুয়াখালীর দুমকিতে ডায়রিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর হক মুন্সি (৮২) উপজেলার জলিসা গ্রামের বাসিন্দা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোবাবার সকালে গুরুতর অবস্থায় আব্দুর হক মুন্সিকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। পরে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মীর শহিদুল হাসান ডায়রিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ/জেআইএম