চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ২০ গ্রাম হেরোইনসহ শরিফুল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতর করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য এক কোটি বিশ লাখ টাকা। গ্রেফতারকৃত শরিফুল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ার মো. আব্দুর রহিমের ছেলে। রোববার রাতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এএইচ