ফরিদপুরের নগরকান্দায় পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের তালমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত একজনের নাম কামরুল বলে জানা গেছে। তবে অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতরা হলেন, মেহেদী সালেহীন, নাইম ও সবুজ।
নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুমিনুর রহমান বলেন, সকালে ফরিদপুরগামী একটি পিকআপের সঙ্গে ভাঙ্গাগামী মাহেন্দ্রের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এসএমএম/জেআইএম