লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ১ নম্বর কাশীরাম মুন্সীর বাজার এলাকার অসহায় আব্দুল জলিলের স্ত্রী সোনাবি বেগমের (৫০) জন্য তুলে দেয়া হচ্ছে সরকারি ঘর।
রোববার (১৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক আবু জাফর তার বাড়িতে গিয়ে একটি পাকা ঘরের ভিত্তি স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল হক প্রধান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান ও কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ ও তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম।
সোনাবি বেগমের মানবেতর জীবন-যাপান তুলে ধরে ১২ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ ‘কত মানুষ ঘর পায়, মুই না পাং’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের নজরে আসে। ওই নারীর জন্য মুজিববর্ষ উপলক্ষে একটি পাকা ঘর নির্মাণের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানকে নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিববর্ষ উপলক্ষে কেউ গৃহহীন থাকবে না। তাই কালীগঞ্জ উপজেলার সোনাবি বেগমের সংবাদটি দেখে তাকে দ্রুত একটি পাকা ঘর করে দেয়া হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সোনাবি বেগমের জন্য একটি পাকা বাড়ি নির্মাণর কাজ শুরু হয়েছে। কাজ দ্রুত শেষ হলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের কাছে বাড়িটি হস্তান্তর করা হবে।’
মো. রবিউল হাসান/এসজে/জেআইএম