মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস। ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আগে ব্যাট করবে।
দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটি জিতেছে, হেরেছে একটি। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় চেন্নাই সুপার কিংস আছে পয়েন্ট তালিকার চার নম্বরে, রাজস্থান রয়্যালস পাঁচে।
প্রথম ম্যাচে ৪৫ রান খরচ করে উইকেট না পেলেও দ্বিতীয়টিতে ২৯ রানে ২ উইকেট শিকার করে রাজস্থানের জয়ে অবদান রাখেন মোস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’খ্যাত টাইগার পেসার আজও আছেন একাদশে।
রাজস্থান রয়্যালস আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। একাদশে পরিবর্তন আনেনি চেন্নাই সুপার কিংসও।
চেন্নাই একাদশরুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মঈন আলি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়াইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
রাজস্থান একাদশ জস বাটলার, মানান ভোহরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক), ডেভিড মিলার, শিভাম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেয়াতিয়া, জয়দেব উনাদকাত, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।
এমএমআর/এমএস