জাতীয়

কান্তজিউ মন্দির পরিদর্শনে ৩ দেশের রাষ্ট্রদুত

উপমহাদেশের ঐতিহাসিক দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদুত মি. হরি কুমার শ্রেষ্টা, ভূটানের রাষ্ট্রদুত মিস. প্রেমা চডেন ও ভারতীয় হাইকমিশনার মি. পংকশ সরণ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তারা মন্দির পরিদর্শন করেন।পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. পংকশ সরণ বলেন, সার্কভূক্তদেশ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটানসহ চার দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করার লক্ষ্যে ও সমস্যাসমুহ দুরীকরণ এবং ভিসা পদ্ধতি সহজতর করে ব্যবসায়িক বিষয়গুলো আরও গতিশীল করতে বাংলদেশের স্থলবন্দর পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই সফর।মন্দির পরিদর্শন কালে অতিথিদের আনুষ্ঠানিক ভাবে বরণ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আবনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কাহরোল উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, সহকারী পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল অসিত কুমার ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্র ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।অতিথিবৃন্দ কান্তজিউ মন্দিরকে আন্তর্জাতিক মানের পর্যটন হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।