দেশজুড়ে

পরিত্যক্ত কূপ থেকে হাত-পা ও মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে একটি পরিত্যক্ত কূপ থেকে হাত-পা ও মাথাবিহীন এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবে খোদা জানান, সকাল ৯টার দিকে স্থানীয়রা ওই এলাকায় একটি পরিত্যক্ত কূপে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহের বাকি অংশগুলো উদ্ধারে চেষ্টা চলচ্ছে। ধারণা করা হচ্ছে দু-একদিন আগে দুর্বৃত্তরা অন্যত্র হত্যা করে মরদেহটির অংশ বিশেষ ওই স্থানে ফেলে রাখে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস