দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি আরিফ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার আলোচিত সন্ত্রাসী আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন। এর আগে উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বুধবার বিকেলে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি ফরিদ হোসেন জানান, আরিফ বেশ কিছুদিন থেকে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আদালতের সাজার ওয়ারেন্টসহ শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকেই পুলিশ আরিফকে গ্রেফতারের তৎপরতা চালালেও আত্মগোপনে থাকায় তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মার চরাঞ্চল থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এএইচ/এএসএম