রাজবাড়ী সদর উপজেলার সুমাইয়া খাতুনকে (১২) খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে ফিরে পেতে আকুতি জানিয়েছে পরিবার।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সুমাইয়া দাদশী ইউপির মোহাম্মদপুরের আব্দুল লতিফ গাজীর একমাত্র মেয়ে।
সুমাইয়ার বাবা আব্দুল লতিফ গাজী বলেন, শুক্রবার সকাল থেকে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের সব নিকট আত্মীয়ের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে। কিন্তু তাকে কোথাও পাওয়া যায় নি। কেউ তাকে তুলে নিয়ে গেছে কিনা তাও জানি না।
তিনি আরও বলেন, মৌখিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।
কেউ মেয়েটির সন্ধান পেলে তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।
রুবেলুর রহমান/এসএমএম/এমএস