দেশজুড়ে

করোনা উপসর্গে সাবেক চেয়ারম্যানের মৃত্যু

করোনা উপসর্গে বগুড়া সদর উপজেলার ফাঁপোরর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক (৫০) মারা গেছেন।

সোমবার (এপ্রিল ২৬) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বগুড়া বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন।

স্বজনরা জানান, আব্দুর রাজ্জাক কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার তাকে হাসপাতাল নেয়া হলে সেখানে ভর্তির আগেই তার মৃত্যু হয়।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএইচ/জিকেএস