দেশজুড়ে

ভুট্টাখেতে মিলল প্রবাসীর লাশ

চাঁদপুরে ভুট্টাখেত থেকে ওসমান মুন্সি (২২) নামে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ রামপুর ইউনিয়নের দেবপুর গ্রামের চরবাকিলা বিলের সুকুমারের খেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, সদর মডেল থানার ওসি ও পিবিআইয়ের সদস্যরা।

নিহত ওসমান মুন্সি কামরাঙ্গা গ্রামের মুন্সিবাড়ির রুস্তম আলী মুন্সির ছেলে। তিনি রোজার আগেই নিখোঁজ হন। করোনা মহামারি শুরু হওয়ার আগে ছুটিতে দেশে এলেও আর ফিরে যেতে পারেননি তিনি। বর্তমানে তিনি স্থানীয় বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী।

প্রত্যক্ষদশীরা জানান, সন্ধ্যায় নিজ জমি পরিদর্শনের জন্য সুকুমার তার ভুট্টাখেতে গেলে লাশটি দেখতে পান। পরে পাশের বাড়ির লোকজনকে খবর দেন। বিষয়টি চারদিকে ছডিয়ে পড়লে স্থানীয়রা চাঁদপুর সদর মডেল থানায় খবর দেয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএ/এমকেএইচ