বর্তমানে হেফাজতে ইসলামের যেসব বিতর্কিত এবং অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ চলছে, তার সঙ্গে রাজবাড়ী হেফজাতের কেউ জড়িত নয়। এসব অনৈতিক কার্যকলাপ কেউ সমর্থন করেও না বলে জানিয়েছেন রাজবাড়ী হেফাজতে ইসলামের কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে সংগঠনের জেলা কমিটির সাবেক সভাপতি মাওলানা আমিনুল ইসলাম কাসেমী ও সাবেক সেক্রেটারি মাওলানা ইলিয়াস মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ীতে হেফাজতে ইসলামের কোনো কার্যকরী কমিটি নেই। ২০১৩ সালে যখন হেফাজতের উত্থান হয়, সে সময়ও রাজবাড়ীতে কোনো কমিটি ছিল না। এমনকি জেলা থেকে কোনো আলেম-উলামা হেফাজতের কোনো কর্মসূচিতে শরিক হননি।২০২১ সালে হেফাজতের যত কর্মসূচি পালিত হয়েছে এবং কেন্দ্র থেকে দেয়া হয়েছে, কোনো কর্মসূচিতে রাজবাড়ীর কোনো আলেম অংশগ্রহণ করেননি।
‘একবার মৌখিকভাবে একটা হেফাজতের কমিটি করা হয়েছিল। সেখানে সভাপতি মাওলানা আমিনুল ইসলাম কাসেমী ও সেক্রেটারি হিসেবে মাওলানা ইলিয়াস মোল্লাকে নির্বাচিত করা হয়েছিল। তবে সে কমিটি কেন্দ্রের অনুমোদিত নয়। এই কমিটি রাজবাড়ীতে কোনো মিটিং এবং কর্মসূচি পালন করেনি।’
ইলিয়াস মোল্লা সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মৌখিকভাবে রাজবাড়ীতে একটি কমিটি করেছিলেন। কিন্তু কোনো কার্যক্রম পালন করতেন না। সে কমিটি কেন্দ্রও অনুমোদন দেয়নি।
রুবেলুর রহমান/এসআর/এমএস