দেশজুড়ে

ভারত থেকে প্রবেশকালে আটক ৪

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি গ্রামের মো. আজগর আলী (৪৫), তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), মেয়ে আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুন (০৭)।   বুধবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে সাতক্ষীরা সীমান্তের তলুইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এআরএ