দেশজুড়ে

বগুড়ায় বিদ্যালয়ের নামাজ ঘর থেকে অজ্ঞাতের লাশ উদ্ধার

বগুড়ার কাহালু উপজেলার মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামাজ ঘর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ওই ব্যক্তির বাড়ি রংপুরে। তাকে গত মঙ্গলবার মুরইল এলাকায় দেখা গেছে। বুধবার বিকেলে অসুস্থ অবস্থায় স্কুলের নামাজ ঘরে শুয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আবুল খয়ের বলেন, আমরা খবর পেয়ে রাতে মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামাজ ঘর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করি।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোকটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, স্থানীয়রা শুধু তার বাড়ি রংপুর ছাড়া আর কোনো পরিচয় নিশ্চিত করতে পারেননি। আমরা তার পরিচয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

এসআর/এমকেএইচ