দেশজুড়ে

টিসিবির পণ্য মজুত করার সময় ধরা খেলেন ডিলার

বগুড়ার শেরপুরে টিসিবির পণ্য বিক্রি না করে নিজের গোডাউনে মজুত করার মোশারফ হোসেন নামের এক ডিলারকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকেই বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের নিয়োগ করা ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টিসিবির ডিলার মোশারফ হোসেন ন্যায্যমূল্যের ওইসব মালামাল সঠিকভাবেই উত্তোলন করেন।

বৃহস্পতিবার (২৯এপ্রিল) সকাল থেকেই এসব টিসিবির পণ্য শহরের ধুনটমোড় এলাকায় বিক্রি করার কথা। কিন্তু ওই ডিলার তা না করে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামস্থ তার নিজস্ব গোডাউন ঘরে মজুত করার জন্য ট্রাক থেকে মালামাল নামাচ্ছিলেন।

গোপনে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় হাতেনাতে ন্যায্যমূল্যে বিক্রির টিসিবির পণ্যসহ ডিলার মোশারফকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘আটক হওয়া ডিলারকে ৫০ হাজার জরিমানা করা হয়। পাশাপাশি ওই ডিলারের গোডাউন থেকে উদ্ধার হওয়া ১ হাজার ৮৬ লিটার তেল, ৬৭৫ কেজি চিনি, ৩৩৫ কেজি ডাল ও ৫৯৫ কেজি ছোলা জব্দ করে বগুড়ায় টিসিবির কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়।’

এসজে/এএসএম