ঝিনাইদহ হাসপাতালে রোগীর স্বজনদের সাহরিতে খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতা করা একদল যুবকের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।
গত ১৮ এপ্রিল ‘হাসপাতালে ঘুরে রোগীর স্বজনদের সাহরি বিতরণ’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ একটি সংবাদ প্রকাশ হয়। এ সংবাদের পরিপ্রেক্ষিতে রোববার (২ মে) প্রাণ ড্রিংকিং ওয়াটার-এর পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
ঝিনাইদহ শহরের হামদহ প্রিন্স হাসপাতালের সামনে যুবকদের হাতে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে থেকে ১০০ কেজি চাল, ৫০ কেজি ডাল ও ৫০০ বোতল পানি তুলে দেয়া হয়।
প্রাণ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (এডি) আনিচুর রহমানের পক্ষ থেকে যশোর প্রাণ বেভারেজ লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মারুফুজ্জামান এ খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন।
এসময় মারুফুজ্জামান বলেন, ‘জাগো নিউজে সাহরি বিতরণের সংবাদ আমার স্যারের নজরে আসে। পরে স্যার আমার সঙ্গে যোগাযোগ করেন। এরপর আমি খোঁজখবর নিয়ে স্যারকে জানালে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’
এ কর্মসূচির সমন্বয়কারী আব্দুল্লাহ ও শামীম আহমেদ টফি বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় শহরের সব হোটেল- রেস্তোরাঁ বন্ধ রয়েছে। দূর-দূরান্তের রোগীর স্বজনরা সাহরি খেতে পারেন না। তাই রোজার সময় তাদের সাধ্যমতো সাহরি বিতরণ করছি। নিজেদের অর্থ দিয়ে আমরা এই কাজ করে আসছিলাম। আজ প্রাণ গ্রুপের পক্ষ থেক চাল, ডাল, পানি সহযোগিতা পেয়ে খুবই উপকৃত হলাম। আমরা প্রাণ গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম