রাজধানীর চকবাজার থানাধীন বকশি বাজার মোড় এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নুরজাহান বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাতি শিহাব বলেন, ‘আমার নানী আমার বোনকে নিয়ে রিকশা করে লালবাগে আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। আমার নানী বকশি বাজারে হাজী ওসমান গনি রোডের আলু বাজার এলাকায় থাকতেন। তার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।’
চকবাজার থানার উপ-পরিদর্শক (এস আই) রাজীব সরকার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বকশিবাজার মোড় এলাকায় ছুটে যাই। সেখানে গিয়ে দেখি কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশা আরোহী ওই বৃদ্ধা গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘চালককে আটকসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।’
ইএ/এমআরআর