আইন-আদালত

১৭ দিনে ভার্চুয়ালি ২৯২৯১ জনের জামিন

করোনা মহামারিতে ভার্চুয়াল আবেদনের শুনানি নিয়ে ১৭ কার্যদিবসে সারাদেশে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ২৯ হাজার ২৯১ জন।

বৃহস্পতিবার (৬ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে বুধবার (৫ মে) সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩০৮৭টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এতে এক হাজার ৪৪৭ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন।

আর ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মোট ১৭ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫৪ হাজার ৯৬৯টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এতে মোট ২৯ হাজার ২৯১ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হন।

এফএইচ/জেডএইচ/এমকেএইচ