ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় লিঙ্গের ৩১ জনকে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু এ ঈদ সামগ্রী বিতরণ করেন।
উপহার হিসেবে ছিল- দুই কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, ২০০ গ্রাম গুঁড়া দুধ ও এক লিটার সয়াবিন তেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এস এম এরশাদ/এসজে/জিকেএস