ঝালকাঠির রাজাপুরে বাবুল হত্যাকাণ্ডের ১৮ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে মামলা রেকর্ড করেছে পুলিশ।
শুক্রবার (৭ মে) তার মা মোসা. আনোয়ারা বেগমের আদালতে দায়ের করা মামলা এজাহার হিসেবে গ্রহণ করে রাজাপুর থানা পুলিশ। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে।
নিহত বাবুল হাওলাদার উপজেলার চর উত্তমপুর গ্রামের মৃত ইউসুব আলী হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর দেশে আসেন বাবুল হাওলাদার। এলাকার একটি চক্র বাবুলের কাছে চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। পরে ২০১৯ সালের ১৮ অক্টোবর সন্ধ্যার পরে বাবুল বড়ইয়া এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কলাকোপা গ্রামের রাজ্জাক আকনের বাড়ির কাছে পূর্ব থেকে ওৎ পেতে থাকে সজিব, কাইয়ুম, মনির, তরুণ ও ইলিয়াসসহ অজ্ঞাত আসামিরা পরিকল্পিতভাবে বাবুলকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ একটি ডোবায় ফেলে দেন।
আসামিরা প্রভাবশালী হওয়ায় ওই ঘটনায় পুলিশ হত্যা মামলা না নিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে বাদীকে হত্যা মামলা বলে সান্ত্বনা দেয়। পরে বিষয়টি জানতে পেরে বাবুলের মা মোসা. আনোয়ারা বেগম চলতি বছরের ২ এপ্রিল আদালতে হত্যার ঘটনায় মামলা করলে আদালত সেটি এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা পেয়ে শুক্রবার রাতে এজাহার গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মো. আতিকুর রহমান/আরএইচ/জিকেএস