দেশজুড়ে

কুরিয়ার সার্ভিসে ইয়াবা আনলেন নারী

নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ৬ হাজার ৩৯৫ পিস ইয়াবাসহ মবিনা আক্তার মনি (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলও জব্দ করা হয়।

শনিবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের চাষাড়ার ডনচেম্বার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন এবং মাদক ব্যবসা তার একমাত্র পেশা। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি অভিযানিক দল চাষাড়া এলাকার এসএ পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতার নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন দ্রব্যের ভেতরে লুকিয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছেন।

গ্রেফতার মনির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এস কে শাওন/এসজে/এমকেএইচ