নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শতাধিক এতিমকে ইফতার করিয়েছে সামাজিক সংগঠন ‘হীরাঝিল একতা সংঘ’ নামের একটি সংগঠন। এ সময় সংগঠনের সদস্যরাও তাদের সঙ্গে ইফতার করেন।
শনিবার (৮ মে) সিদ্ধিরগঞ্জের আদমজী কবরস্থান মসজিদ সংলগ্ন এতিমখানায় এ ইফতারের আয়োজন করা হয়।
এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক মনোয়ার হোসেন জানান, রমজান উপলক্ষে সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এতিমদের নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে।
অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে করোনা সংক্রমণের শুরু থেকে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে এলাকাজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা কার্যক্রম, অসহায় মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের কাজ চলমান রয়েছে।
এদিকে ইফতারের সময় সংগঠনের কার্যকরী সদস্য ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
এস কে শাওন/এসজে/এমকেএইচ