টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় শাজাহান মিয়া (৪৫) নামের এক মাটি ব্যবসায়ীকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন রোববার (৯ মে) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন। শাজাহান বরটিয়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।
জানা গেছে, শাজাহান মিয়া ওই এলাকায় আবাদি জমি ও নদীর পাড় কেটে ড্রাম ট্রাক ভর্তি করে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিল। এতে ওই এলাকার রাস্তার মারাত্মক ক্ষতি হয়।
খবর পেয়ে রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এস এম এরশাদ/এএইচ/এমকেএইচ