দেশজুড়ে

সড়কে গাড়ির চাপ, থেমে থেমে চলছে পরিবহন

ঈদুল ফিতরে বাড়ি ফেরা মানুষের চাপে সড়কে গাড়ি বাড়তে শুরু করেছে। নিজস্ব ও পণ্যবাহী পরিবহন চালুর কথা থাকলেও সড়কে ঈদকে কেন্দ্র করে গণপরিবহনের চাপে বেড়েছে কয়েকগুণ।

রোববার (৯ মে) দুপুর থেকেই নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এখনো সড়ক দু'টিতে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

সরজমিনে দেখা যায়, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে নরশিংহপুর পর্যন্ত কয়েক কিলোমিটার যানজট। যানজটের চাপ পড়েছে নবীনগর-চন্দ্রা মহাসড়কেও।

আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালক রফিক বলেন, গত কয়েক দিন থেকে আমাদের গাড়িগুলো চলছে। সবগাড়ি একসঙ্গে বের হওয়ায় রাস্তায় গাড়ি প্রচুর হয়েছে। এছাড়া জামগড়া এলাকায় সড়ক ভাঙা থাকায় যানজট সৃষ্টি হয়েছে।

সাভার ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গণপরিবহন বের হওয়ায় সড়কে আগের তুলনায় গাড়ির চাপ অনেক বেশি। তবে আশুলিয়ার সড়কটিতে বিভিন্ন স্থানে পানি জমে খানাখন্দ সৃষ্টি হওয়ায় থেমে থেমে চলছে পরিবহন।

সাভার ট্রাফিক ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম বলেন, গাড়ির চাপ অনেকটা বেড়েছে। তবে আন্তঃজেলার গাড়ি না চলায় সড়কে সবকিছু সহনীয় পর্যায়ে রয়েছে। কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে না।

আল-মামুন/আরএইচ/এমএস