সিরাজগঞ্জের রায়গঞ্জের ঝড়ে বারান্দার সিমেন্টের খুঁটির নিচে পড়ে ফিরোজা খাতুন (৩৭) নামের এক নারীর নিহত হয়েছেন।
রোববার (৯ মে) দুপুর ১টায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নওদা শালুয়া গসিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা খাতুন নওদা শালুয়া গসিয়াপাড়া গ্রামের মো. সূর্য শেখের স্ত্রী ও তিন সন্তানের জননী।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সদস্য করিম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দুপুরে ঝড়ে ঘরের বারান্দার সিমেন্টের খুঁটি এসে ফিরোজার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে তাদের ঘরের সিমেন্টের খুঁটি পড়ে ফিরোজাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস