আসন্ন ঈদুল ফিতর উদযাপনে ৬৩ এতিম শিশুকে নতুন জামা উপহার দিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
রোববার (৯ মে) সরকারি শিশু পরিবারের এসব এতিম শিশুকে নতুন জামা দেন তিনি। ঈদের নতুন জামা পেয়ে ছোট ছোট কোমলমতি শিশুরা খুবই আনন্দিত।
পুলিশ সুপার বলেন, ‘সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোটানো সম্ভব।’
তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সব বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা চান।
সালাউদ্দীন কাজল/এসজে/এমকেএইচ