চাঁদ দেখা সাপেক্ষে ১৩ বা ১৪ মে ঈদ। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে সরকারি ‘বিধিনিষেধ’ উপেক্ষা করে ঘরমুখো হচ্ছেন মানুষ। ফলে সড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। আবার কোথাও কোথাও থেমে থেমে চলছে গাড়ি।
সোমবার (১০ মে) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানবাহের চাপ রয়েছে। ফলে থেমে থেমে চলছে গাড়ি।
দূরপাল্লার বাস তেমন একটা দেখা না গেলেও প্রচুর মাইক্রোবাস, ব্যক্তি প্রাইভেটকার ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। স্বাভাবিক সময়ের চাইতে গণপরিবহন চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো সাধারণ মানুষ। এতে ব্যক্তিগত পরিবহনের পাশাপাশি ট্রাক, মাইক্রোবাস, পিকআপে করেই বাড়ি যাচ্ছেন মানুষ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে কোনো গণপরিবহন চলাচল করছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। কিন্তু সকালের দিকে গাড়ির চাপ একেবারেই ছিল না।
আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম