চুয়াডাঙ্গায় আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে সাদিয়া আক্তার নামের এক শিশুর নিহত হয়েছে। সোমবার (১০ মে) বেলা ১১টায় সদর উপজেলার পীরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার (৪) সদর উপজেলার গাইটঘাট গ্রামের মিলপাড়ার সবুজের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে সাদিয়া আক্তার পীরপুর গ্রামে নানির বাড়িতে ঈদ করতে আসে। সোমবার বেলা ১১টায় সাদিয়া আক্তার তার নানির সঙ্গে দোকানে যায়। ফেরার সময়ে রাস্তা পারাপারের সময় একটি আলমসাধু ধাক্কা দেয় সাদিয়াকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা সাদিয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, পীরপুরে সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস