নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ১৪ ঘণ্টাপর উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ মে) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নরসিংদী সদরের ব্রহ্মন্দী এলাকার চিত্তরঞ্জন মালাকার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
সোমবার (১০ মে) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ বলেন, দুইদিন বয়সী নবজাতককে নিয়ে নানি নরসিংদী সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে যান। সিরিয়ালের জন্য অপেক্ষা করে নবজাতককে পাশে দাঁড়িয়ে থাকা এক নারীর কোলে দিয়ে স্বজনদের ডাকতে তিনি নিচে নামেন। এ সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় নবজাতকের নানি অভিযোগ দায়ের করলে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে উদ্ধার কাজ শুরু করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরে গভীর রাতে ব্রহ্মন্দী এলাকার চিত্তরঞ্জন মালাকারের বাড়িতে অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
মোহাম্মদ রাসেল শেখ বলেন, বেশ কিছুদিন আগে চিত্তরঞ্জনের মেয়ে লিপিকার বিয়ে হয়। পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেয়ার পরে আবারও তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। একটি ছেলে সন্তানের জন্য লিপিকা বিভিন্নজনের কাছ বললে ওই নারী তাকে একটি ছেলে সন্তান দেয়ার আশ্বাস দেন। নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা দুই দিনের নবজাতক শিশুটিকে কৌশলে তার নানির কাছ থেকে চুরি করে লিপিকার হাতে তুলে দেন তিনি। লিপিকা তাকে দুই হাজার টাকা দেন।
অভিযানে যে নারী নবজাতকটিকে চুরি করেছে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো মামলা ও কাউকে গ্রেফতার দেখানো হয়নি।
সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস