চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে শরিফুল ইসলাম (৫৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হাজতি জেলার শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, ওই হাজতি নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর মাদক মামলার আসামি ছিলেন। কারাগারে থাকাকালে ওই হাজতি বুকের ব্যথায় অসুস্থবোধ করলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, ৭মে তাকে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
এসজে/জেআইএম