চাঁদপুরের কচুয়ায় করোনা মহামারি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঈদ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
সোমবার (১০ মে) উপজেলার পলাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে উপজেলার পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৩ হাজার ৩০০ কর্মহীন মানুষের মাঝে এ ঈদ সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় কালে ড. সেলিম মাহমুদ বলেন, ‘আমাদের রাজনীতি দেশের খেটে খাওয়া মানুষের জন্য। আমাদের কাজই হলো মানুষের পাশে দাঁড়ানো। এইটা আমাদের নেত্রী শেখ হাসিনা শিখিয়েছেন। করোনালে সময়ে আমরা ঘরে বসে থাকিনি। সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘আজকে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এ মহামারিতে কেউ না খেয়ে মরেনি। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে দেশে উন্নয়ন অব্যাহত থাকবে। গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কাজে দলীয় নেতাকর্মীরা সম্পৃক্ত আছে। এ বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি ও কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সোহাগ উদ্দিন ও এনামুল হক শামীম, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, জসিম উদ্দিন লিটন, মনির হোসেন, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সরকার, হাবীব মজুমদার জয় ও সাইফুল ইসলাম সৌরভ প্রমুখ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও শিশুখাদ্য হিসেবে দুধের প্যাকেট।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/এমকেএইচ