নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিনের অর্থায়নে দরিদ্র ও অসহায় ৫০০ পরিবারের মাঝে একটি করে মুরগিসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
সোমবার (১০ মে) বিকেলে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় গিয়াস উদ্দিনের বাসভবনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- একটি মুরগি, এক কেজি পোলাও চাল, এক কেজি সেমাই, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, দুধ ও মসলা।
এ সময় এম সাইফউল্লাহ বাদল বলেন, ‘ঈদুল ফিতরে আমাদের যাদের সামর্থ্য রয়েছে তাদের গরিব মানুষের পাশে থাকা উচিত। সমাজে যারা বিত্তবান রয়েছে তারা যদি সঠিকভাবে জাকাতের টাকা দেন তাহলে সমাজের গরিব পরিবারগুলো হাসি-খুশিভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। আমাদের সবারই উচিত গরিবের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। ’
তিনি আরও বলেন, ‘বর্তমান করোনাভাইরাসে সারা বিশ্বে দুর্যোগ চলছে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। করোনায় দেশের সেসব মানুষ কর্মহীন হয়ে পড়েছে সেইসব লোকদের সরকারিভাবে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করছেন। ’
ঈদ সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, যুবলীগ নেতা সাইদুর রহমান, আমজাদ হোসেন, মো. মামুন, খলিল প্রমুখ।
মো. শাহাদাত হোসেন/এমআরআর/এমকেএইচ