সাহিত্য

ঈদের ছড়া

সিবগাতুর রহমান

ঈদ এসেছে

রমজানেরই রোজার শেষেঈদ এসেছে ভাইঈদ এসেছে, ঈদ এসেছেঈদ এসেছে ভাই।

ফিরনি, পায়েস, মন্ডা, মিঠাইআরো আছে লাচ্ছা সেমাইহৈ-হুল্লোড় আনন্দেতেমেতে আছি তাই।ঈদ এসেছে, ঈদ এসেছেঈদ এসেছে ভাই।

নতুন নতুন জামা পাবোদুহাত ভরে ঈদি নেবোবন্ধুরা সব মিলেমিশেখুশিরই গান গাই।ঈদ এসেছে, ঈদ এসেছেঈদ এসেছে ভাই।

করোনায় ঈদ

নাইবা হলো কোলাকুলিদূরে থেকে খোলাখুলিবিলিয়ে যাব ঈদের খুশিসবার মাঝে ভাই।

নিরাপদ দূরত্বে থেকেসতর্কতা বজায় রেখেএকসাথে সবাই চলোঈদগাহেতে যাই।

ইশারাতে হোক বিনিময়মনের আলিঙ্গনভালোবাসা সবার প্রতি জেনো প্রিয়জন।

এমএমএফ/এমএস