দেশজুড়ে

সেই স্পিডবোট চালককে আদালতে হাজির করা হবে আজ

বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবির ঘটনায় করা মামলার প্রধান আসামি স্পিডবোটের চালক শাহ আলমকে (৩৮) মাদারিপুরে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৭ মে) তাকে আদালতে নেয়া হবে।

এর আগে শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে শাহবাগ পুলিশের হেফাজত থেকে শিবচরে স্থানান্তর করা হয়। রোববার (১৬ মে) সন্ধ্যায় শিবচর চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রাজ্জাকের কাছে তাকে হস্তান্তর করা হয়।

স্পিডবোট দুর্ঘটনার ঘটনায় শাহ আলমকে প্রধান আসামি ও স্পিডবোটের দুই মালিক ও শিমুলিয়াঘাট ইজারাদারসহ চারজনকে এজাহারভুক্ত আসামি করে মামলা করা হয়।

চরজানাজানাত নৌ-পুলিশ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. আ. রাজ্জাক জানান, গত ৩ মে সকালে কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরোনো ঘাটের পদ্মানদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে তিন শিশুসহ ২৬ জন নিহত হন। এসময় পাঁচ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনায় চালকও গুরুতর আহত হন।

অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

দুর্ঘটনার পর পুলিশ চালক শাহ আলমকে গ্রেফতার না করলেও বিশেষ নজরদারিতে রাখা হয়। প্রায় ১২ দিন পুলিশি প্রহরায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার রাত ৮টায় চালক শাহ আলমকে ঢামেক হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। পরে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা চরজানাজানাত নৌ-পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন সরকার নিয়ে আসেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, স্পিডবোটের চালক শাহ আলমকে রাতে শিবচর থানা হাজতে রাখা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

নাসিরুল হক/এসএমএম/জেআইএম