চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। ফোনগুলোর আনুমানিক মূল্য ৭৬ লাখ ৭০ হাজার টাকা।
রোববার (১৬ মে) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের শূন্যরেখা এলাকায় এ অভিযান চালান বিজিবি সদস্যরা।
সোমবার (১৭মে) সকালে ৫৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, রোববার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কিরণগঞ্জ বিওপির সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এসময় কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯ মেইন পিলারের কাছে শূন্যরেখায় চোরাকারবারিদের ধাওয়া করলে তারা ছয়টি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। ফেলে যাওয়া প্যাকেট থেকে ভারতীয় ৩৩৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআর/এমকেএইচ