দেশজুড়ে

বান্দরবানে চুলার আগুনে পুড়ে গেল ৭০ বসতঘর

বান্দরবানে চুলার আগুনে পুড়ে গেল ৭০ বসতঘর

বান্দরবানের রোয়াংছড়িতে চুলার আগুনে পুড়ে গেছে ৭০টি বসতঘর। সোমবার (১৭ মে) দিবাগত রাত ১টায় উপজেলার তারাছা ইউনিয়নের তালুকতার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয়দের ধারণা, পাড়ার বাসিন্দা থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শী অংশৈথুই মারমা বলেন, গভীর রাতে এলাকাবাসীর চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি আগুন চারদিকে ছড়িয়ে গেছে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। তবে এরমধ্যেই ৭০টি বসতঘর পুড়িয়ে যায়।

Advertisement

এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।

উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য তালিকা তৈরির কাজ চলছে।

এসএমএম/এএসএম

Advertisement