ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার উদয়পুর গ্রামে ব্যতিক্রমী এ খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে সেখানে ভিড় করেন আশপাশের গ্রামের কয়েকশ’ দর্শক।
স্থানীয়রা জানান, লাঠিয়ালদের কসরত দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। কেউ হেঁটে কেউ ভ্যান কিংবা মোটরসাইকেল দুপুর থেকে খেলার মাঠে উপস্থিত হন। খেলা শুরুর আগেই মাঠের চারপাশ দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। নানা রঙের পোশাক পরিধান করে বিকেলে খেলা শুরু করে লাঠিয়াল সর্দাররা। বাদ্যের তালে তালে লাঠিয়ালরা আক্রমণ করেন একে অন্যকে। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা আর কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করতে মেতে ওঠেন তারা। আর এতেই আনন্দ পান দর্শকরা।
খেলা দেখতে আসা নাজমুল হোসেন জানান, আধুনিক প্রযুক্তির দৌরাত্মের মাঝেও এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। তারা খেলোয়াড়দের উৎসাহ দেন হাততালি দিয়ে। এ ধরনের আয়োজন দেখে খুশি তিনি। প্রতিনিয়ত এমন খেলার আয়োজন করার দাবি তার।
খেলায় অংশ নেয়া একাধিক খেলোয়াড় জানান, মানুষকে আনন্দ দেয়ার মাঝে নিজের আনন্দ খুঁজে পান তারা। তাইতো কাজ ফেলে খেলতে ছুটে যাই।
দিনব্যাপী এ খেলায় ঝিনাইদহের বিভিন্ন গ্রাম থেকে আসা ১০টি লাঠিয়াল দল অংশগ্রহণ করেন। খেলা শেষে তিন জন বিজয়ী খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস